রাঙামাটি শহরে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ কারফিউ জারি করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিভিন্ন স্থানে বিষয়টি জানিয়ে মাইকিং শুরু করে প্রশাসন।
মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘রাঙামাটি শহরে আগামীকাল (সোমবার) সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আপনারা সবাই বাসায় চলে যান’।
বিকেলে সহিংসতার গুজব ছড়িয়ে পড়লে চারদিকে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন শহরে কারফিউ জারি করে।