সুপ্রিম কোর্টের ভেতরে বোমা

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের ৯ নং কোর্টের ভেতরে লাল রঙের টেপ মোড়ানো একটি বোমা পাওয়া গেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে এ বোমা উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের পর কোর্টের কার্যক্রম বন্ধ রয়েছে।
জানা যায়, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি হাবিবুল গণি এ কোর্টে বসেন। কোর্টে কার্যক্রমের বিরতির পর পুনরায় কার্যক্রম শুরুর সময় তাদের টেবিলে রাখা বইয়ের মাঝে এ বোমাটি দেখতে পাওয়া যায়।
সুপ্রিম কোর্টের রেজিস্টার কুদ্দুস জামান জানান, কোর্টের ভেতরে বোমা সাদৃশ বস্তু দেখা গেছে। আমরা বোম ডিসপোসাল স্কোয়াড সদস্যদের জানিয়েছি।

বোমাসদৃশ বস্তুটি সরানো হয়েছে
হাইকোর্টের ৯নং আদালতের ভেতরে বইয়ের মধ্যে পাওয়া বোমা সদৃশ বস্তুটি সরিয়ে নিয়ে গেছে বোম ডিসপোজাল ইউনিট। রোববার (১১ জানুয়ারি) দুপুর ৩টা বিশ মিনিটের দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যান। ইউনিট ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রহমতউল্লাহ চৌধুরীর নেতৃত্বে দলটি আদালতের এজলাসকক্ষ থেকে সতর্কতার সঙ্গে এটি অপসারণ করে নিয়ে যান।
রহমতউল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানান, এটি বোমা সদৃশ বস্তু বলেই মনে হচ্ছে। পরীক্ষা করে বোঝা যাবে, আসলেই এটি বোমা না কি, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য রেখে গেছে। এর আগে দুপুর আড়াইটার দিকে বোমা সদৃশ বস্তু দেখা যাওয়ায় হাইকোর্ট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটি একটি বই কেটে ভেতরে বসানো ছিল।
অ্যানেক্স ভবনের এই আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন।
বেঞ্চ অফিসার আবদুল হাসিব বাংলানিউজকে জানান, বেঞ্চের বিচারপতিরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ফাঁকা এজলাস কক্ষের পেছনের বেঞ্চে বইটি দেখা যায়। বইটি খুলে সেখানে তার মাঝখানে পাতা কেটে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখা যায়।
দ্রুত এজলাস কক্ষ থেকে সবাই সরে যান। কক্ষটি বন্ধ রাখা হয়। এরপরই পুলিশ ও বোমা অপসারণ দলকে খবর দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান জানান, বস্তুটি ককটেলের মতোই দেখতে। বোমা অপসারণ দলকে খবর দেওয়ার পর তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *