ঢাকা: ২০-দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১১জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, তীব্র গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়ার লক্ষ্যে ২০ দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি আরো বেগবান করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।
সারাদেশে জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বিবৃতিতে তিনি, জুলুম নির্যাতন ও গণগ্রেফতার বন্ধ করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।