বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে মোনাজাত করাকে সরকারবিরোধী মনে করায় নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মনিরুজ্জামানকে সাময়িকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার রাতে মসজিদে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মসজিদ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে খতিব মো. মনিরুজ্জামান মোনাজাত করার সময় দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে মহান আল্লাহ্র কাছে মুক্তি চান। তিনি তার মোনাজাতে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের শান্তি-শৃংখলা বিপন্ন হয়ে পড়েছে। যে সরকার দেশকে শান্তি দিতে পারবে তাদের দেশ পরিচালনার ক্ষমতা দাও। নইতো যারা ক্ষমতায় আছেন তাদের দেশে শান্তি দেয়ার ক্ষমতা দাও। সরকারকে বোঝ দাও যেন দেশে সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়। মোনাজাত শেষ হওয়ার পরপরই খতিবের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মুসল্লিদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ সময় নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া খতিবকে মসজিদের পাশেই তার ব্যক্তিগত কার্যালয়ে ডেকে পাঠান। নামাজ শেষে খতিব সেখানে গেলে তার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেয়ার অভিযোগ তোলা হয়। যুবলীগের ওই নেতা ঘটনাটি তাৎক্ষণিক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদ কমিটির একজন সদস্য জানান, খতিব কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। হরতাল অবরোধে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নষ্ট হচ্ছে। এ অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে শান্তির জন্য দোয়া করতেই পারেন। এটাকে রাজনৈতিক রঙ দেয়া ঠিক নয়। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মশিউর রহমান জানান, খতিব মো. মনিরুজ্জামান জুমার জামাতের মোনাজাতে এ ধরনের দোয়া করতে পারেন না। তিনি এই মসজিদের একজন চাকরিজীবী তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই করতে পারেন না। তাই তাকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। ওই ঘটনার পর থেকে খতিব মো. মনিরুজ্জামানে সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার মতামত জানা যায়নি।
সুত্র-যুগান্তর