অবরোধ: রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধানের আহ্বান

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। একই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ায় সঙ্কট সমাধানের উদ্যোগ নিতে সরকারে প্রতি আহ্বআন জানানো হয়।

রোববার গণমাধ্যমে পাঠানো সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে এ আহ্বান।

বিবৃতিতে তারা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি এবং জনসাধারণের সামনে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরা, সহিংস পথ প্রত্যাহার এবং জামায়াত শিবিরের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান।

অপরদিকে সম্পূর্ণরূপে প্রশাসনিক পদক্ষেপের ওপর নির্ভর না করে রাজনৈতিক প্রক্রিয়ায় সঙ্কট সমাধানের উদ্যোগী হওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা। এজন্য তারা দেশবাসী ও গণতান্ত্রিক ধারার সকল শক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে অব্যাহত অবরোধের নামে সহিংসতার মাধ্যমে দেশে যে পরিস্থিতির সৃষ্টি করার মরিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে শুধু প্রাণহানি, অগ্নিকাণ্ডই বৃদ্ধি পাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদক কৃষক তথা দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সমগ্র জনজীবন।’

এতে আরো বলা হয়, ‘দেশবাসী যে এই অবরোধ প্রত্যাখ্যান করেছেন তা অবরোধকালীন সময়ে শুধু ঢাকা নয়, অন্যান্য শহরেও যানবাহন চলাচলের ব্যাপকতা থেকে বোঝা যায়। আর সেজন্যই অবরোধ চালিয়ে যাওয়ার মরিয়া প্রচেষ্টাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’

অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে জনসাধারণের সামনে অবরোধ আহ্বানকারীদের যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এর আগে তাদের জামায়াতে ইসলামির সঙ্গ ছাড়তে হবে এবং ভবিষ্যতে সহিংসতা পরিহারের নিশ্চয়তা দিতে হবে জনসাধারণের কাছে।’

বিএনপি যদি সহিংসতা পরিহার করে জামায়াতের সঙ্গ বাদ দেয় তাহলে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রচারের নিশ্চয়তা বিধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.