চলেই গেলেন চাষী নজরুল

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

রোববার ভোর ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। এছাড়া গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ল্যাব এইড হাসপাতালের হাসপাতাল কো-অডিনেটর ডা. আলি আবরা।

এর আগে ৭ জানুয়ারি তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিইউ] এ নিয়ে যাওয়া হয়েছিল। এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। কিন্তু ১০ জানুয়ারি সকালে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়।

এদিকে চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে ফতেহ লোহানীর ‘আছিয়া’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পদার্পন করেন। তারপর পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গেও বেশ কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *