‘খালেদা-তারেকমুক্ত বিএনপির’ ঘোষণা

সারা দেশে বিএনপির লাগাতার অবরোধের মধ্যে শুক্রবার গুলশানের লেকসো হোটেলে এক সংবাদ সম্মেলনে কামরুল হাসান বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমানের পরিচালিত বিএনপি অবৈধ। তারা শহীদ জিয়ার আদর্শ থেকে দূরে সরে গেছেন। তাদের অযাচিত কর্মকাণ্ডে দলটিকে এখন রাজনৈতিক অপশক্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে।

“এ থেকে উত্তরণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নবযাত্রা শুরু করা হল। এটাই হবে আসল বিএনপি।”

দলের নতুন যাত্রার অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন কামরুল হাসান নাসিম।  ১৪ জানুয়ারি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরারও ঘোষণা দেন ‘নতুন বিএনপির’ এই নেতা।

কামরুল হাসান বলেন, স্বল্প সময়ের মধ্যে শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘আসল বিএনপিকে’ দেখা যাবে। আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ে দলীয় কাউন্সিল করতে কাজ শুরু করা হবে। তৃণমূল থেকে সব পর্যায়ে নেতৃত্ব আসবে গণতন্ত্রের মধ্য দিয়ে।

নিজেকে একজন সাংবাদিক, গবেষক ও রাজনীতিক হিসেবে পরিচয় দিয়ে কামরুল হাসান বলেন, “আমি একজন সাধারণ। দলটির ক্রান্তিলগ্নে ও ‘অসুস্থতা’কে ঠিক করতে সামান্য ঔষধওয়ালা। রোগ সেরে গেলে ও দেশের মানুষের জন্য কিছু করতে পারলেই জ্যেষ্ঠ যোগ্য নেতৃত্বের হাতে যাবে শহীদ জিয়ার সেই স্বপ্নের দল বিএনপি।”

তিনি বলেন, “জিয়াউর রহমান শাসন রীতিতে গণতন্ত্রকে অর্থবহ করার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন, সেই দলে আজ ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিলক্ষিত হচ্ছে- যা দলের সংবিধান পরিপন্থী। মুখ বুজে তা সইতে হচ্ছে দলের সকল নেতাদের। এ থেকে আমাদের উঠে আসতে হবে।”

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, হামলা, ভাংচুর, ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করছে বলে মন্তব্য করেন কামরুল।

“এভাবে তাণ্ডব ও সন্ত্রাস করে ক্ষমতায় আসা যাবে না,” বলেন তিনি।

টঙ্গীতে মুসলমানের অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মিলন বিশ্ব ইজতেমার সময়ে অবরোধ চালিয়ে যাওয়ার কঠোর সমালোচনাও করেন তিনি।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওইদিনই সারাদেশে লাগাতার এই অবরোধের ঘোষণা দেন। শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে তার সাড়া মেলেনি।

বিএনপি নেত্রী অবরোধের ডাক দেওয়ার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, প্রায় প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটছে, নাশকতা হচ্ছে রেললাইনেও।

আওয়ামী লীগের সমালোচনা করে কামরুল হাসান বলেন, “আওয়ামী লীগ স্ববিরোধী অবস্থানে থেকে রাজনীতি করছে। বাংলাদেশে অসুস্থ প্রতিযোগিতার রাজনীতি হচ্ছে।”

সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক তরুণ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *