জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-এর যৌথ উদ্যোগে ঢাকা বিভাগের ‘৫ম ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ৫ম বারের মতো এ উৎসবের আয়োজন করে। এর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পদার্থবিজ্ঞানে অবদানের জন্য আজ এ বিশ্ব আলোকিত হয়েছে। বিজ্ঞানের মূল চালিকা শক্তি পদার্থবিজ্ঞান। একে ধারণ করে বিশ্বকে দ্রুত উন্নয়নের জোয়ারে উদ্ভাসিত করা হয়েছে। পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উদ্ভাবন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আজকের ক্ষুদে পদার্থবিজ্ঞানীরা আগামীকালের বিষ্ময়কর আবিস্কারের ধারক ও বাহক হয়ে সমগ্র পৃথিবীকে জয় করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: সেলিম ভূঁইয়া বলেন, ‘আন্তর্জাতিকভাবে নিজেদেরকে পরিচিত করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এই সকল অনুষ্ঠানে নিজেদের অংশগ্রহণ ব্যাপকভাবে বাড়াতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দীপিকা রানী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. আরশাদ মোমেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা করিম চৌধুরী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম বক্তব্য রাখেন।
এদিকে ফিজিক্স অলিম্পিয়াড উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালি ক্যাম্পাস হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ৪৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড-এ অংশগ্রহণের জন্য ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ৫ম বারের মতো এ উৎসবের আয়োজন করে। আর এটি ঢাকা বিভাগের জন্য আয়োজন করা হয়েছিল। পর্যায়ক্রমে সকল বিভাগে এর আয়োজন করা হবে।
রাজ / প্রবাস নিউজ