শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পর পৃথক স্থানে বাস তিনটি আগুন দেওয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের বিষয় নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা।
রাজধানীর খিলগাঁও মাটির মসজিদ সংলগ্ন রাস্তায় তরঙ্গ পরিবহণের একটি বাসে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন দেয় অবরোধকারী।
এদিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে গোধূলি পরিবহনের একটি ও মালিবাগ চৌধুরীপাড়ায় আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।
আগুন দেওয়ার পর তাড়াহুড়ো করে যাত্রীরা বাস নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ০৫ জানুয়ারি বিকেলে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন খালেদা জিয়া।