খালেদার কার্যালয়ে সাবেক আমলারা

ঢাকা: সাবেক ক্যাবিনেট সচিব আব্দুল হালিমের নেতৃত্বে একদল সাবেক আমলা শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত হয়েছেন।

সন্ধ্যা সাতটা ২০ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন আমলাদের দলটি। ওই দলে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাবেক ক্যাবিনেট সচিব এস এম আলিমুজ্জামান, সাবেক সচিব আব্দুর রশিদ সরকার, বিজন সরকার, ফজলুল করিম, আব্দুল বারী, আব্দুস সবুর ও মনিরুল ইসলাম।

উল্লেখ্য, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে গত আটদিন ধরে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। খালেদা জিয়োকা সরকারি আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রেখেছে তবে সরকারের দাবি বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে খালেদা জিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *