নাইজেরিয়ায় বোকো হারামের নৃশংসতায় নিহত ২,০০০ জন

গত ৩রা জানুয়ারি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের বাগা শহরতলিতে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। ওই হামলায় প্রাণহানির সংখ্যা ২ শতাধিক উল্লেখ করা হলেও, প্রকৃতপক্ষে সেখানে প্রাণ হারিয়েছেন ২,০০০ মানুষ। এর আগে ২০১৪ সালের ১৪ই মার্চে বোকো হারামের হামলায় ৬ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। গতকাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টির এক বিবৃতিতে ভয়াবহ এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। জেলা প্রধান বাবা আবা হাসান জানিয়েছেন, নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বৃদ্ধ।

গত ৩রা জানুয়ারি বাগা শহরতলিতে যখন অতর্কিতে হামলা চালায় বোকো হারামের জঙ্গিরা, তখন জোরে দৌড়াতে না পারায় প্রাণ হারাতে হয় হতভাগ্য এ বিপুল সংখ্যক মানুষকে। বন-জঙ্গল, ঝোপঝাড়ে তাদের লাশ স্তূপাকারে পড়ে রয়েছে। বোকো হারাম জঙ্গিরা রকেটচালিত গ্রেনেড ও অ্যাসল্ট রাইফেল দিয়ে হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন বাগা শহরতলির বাসিন্দারা। জঙ্গিরা ওই শহরতলির একটি গুরুত্বপূর্ণ যৌথ সামরিক ঘাঁটিতেও দখল প্রতিষ্ঠা করে।

সেনাবাহিনী ঘণ্টার পর ঘণ্টা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সেখানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য পৌঁছতে না পারায় এবং গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায়, পিছু হটতে বাধ্য হয়। ব্যাপক এ হত্যাযজ্ঞে এতো বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন যে তা গোণার এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। কোন চিকিৎসা ছাড়াই মৃত্যুবরণ করেছেন গুরুতর আহত বহু মানুষ। অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হচ্ছে, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাগা শহরতলিতে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। এদিকে হাজার হাজার মানুষ নাইজেরিয়া ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাদ, ক্যামেরুন ও নাইজারের ৩টি সীমান্তেই দখল প্রতিষ্ঠা করেছে বোকো হারাম।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *