রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার বেলা সোয়া ২টার দিকে জিপিও থেকে গুলিস্তানমুখী রাস্তায় পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
ওই যুবকের নাম জানাতে পারেননি পুলিশ। আটক যুবক নিজেকে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) আনিসুর রহমান আনিসের অনুসারী এবং সাংগঠনিক সম্পাদক এএসএম ফারেজ সামির অনুসারী বলে পরিচয় দিয়েছেন।
আতিক/প্রবাস