বিগ ব্যাশে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে বেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেইডস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রেনেগেইডসের অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে রেনেগেইডস। জয়ের জন্য মেলবোর্ন স্টার্সকে করতে হবে ১৫৪ রান। রেনেগেডসের হয়ে ম্যাথু ওয়েড সর্বোচ্চ ৭১ রানে ইনিংস খেলেন। স্টার্সের বোলার ফকনার ৩ উইকেট নিয়েছেন।
সাকিব আল হাসান ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৫ বল খেলে ১ রান করেন তিনি।
প্রথম ম্যাচে সাকিব ব্যাট হাতে ১৪ রান করেন। বল হাতে ২টি উইকেট নেন। পাশাপাশি দারুণ একটা ক্যাচ ধরে হোবার্ট হ্যারিকেনসের ইনিংসের যবনিকাপাত ঘটান।
৫ ম্যাচ থেকে মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেইডসের পয়েন্ট সমান ৪। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় স্টার্সের অবস্থান পঞ্চম স্থানে। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে রেনেগেইডস অবস্থান করছে সপ্তম স্থানে। আজকের ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে অবস্থানের উন্নতি হবে রেনেগেইডসের।