ক্রিকেটার রুবেলের মুক্তি ও মামলা প্রত্যাহারে মানববন্ধন

বাগেরহাটের কৃতি সন্তান ও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও ক্রীড়ামোদীসহ সর্বস্তরের মানুষ।

শনিবার দুপুরে বাগেরহাট শহরের ব্যস্ততম সাধনার মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ ক্রীড়ামোদীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করেন।

বাগেরহাটবাসীর ব্যানারে মানববন্ধনে ক্রীড়াবিদ, খেলোয়াড়, ক্রীড়ামোদী, ক্রীড়াসংগঠক, জেলা ক্রীড়া সংস্থাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তাতে বাগেরহাটের কৃতি সন্তান রুবেল হোসেনের নাম রয়েছে। তাকে ওই বিশ্বকাপে খেলতে না দেওয়ার চক্রান্ত হিসেবে হ্যাপি নামে এক অভিনেত্রীর দায়ের করা মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বক্তারা আরো বলেন, আমরা বাগেরহাটবাসী অবিলম্বে দেশের স্বার্থে রুবেলকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, যুগ্ম সম্পাদক খন্দকার আসিফ উদ্দিন রাখী, অমিত রায়, জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য মেহেদী হাসান  আরমান, সিরাজ উদ্দিন সাহিন, বাগেরহাট জেলা দলের ক্রিকেটার আবু তাহের ও শেখ আহম্মদ তারিক প্রমুখ।

এর আগে গত বৃস্পতিবার বাগেরহাটবাসী ব্যানারে রুবেলের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।

প্রসঙ্গত, চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক শুনানি শেষে রুবেলের জামিন আবেদেন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নাম রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *