নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। কেমন কাটতে চলেছে ২০১৫ সাল? কী বলছে আপনার রাশিফল? সব রাশির বিস্তারিত ফলাফল জানাচ্ছেন ভারতের জ্যোতিষ সন্দীপ কোচার:
মেষ: ২১ মার্চ-২১ এপ্রিল
মেষ রাশির জাতকরা এই বছরে বহু সুবর্ণ সুযোগ পাবেন। কর্কট রাশির ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় ঘরে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। যারা পড়াশোনা করছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য বছরের প্রথমার্ধ খুব শুভ। শিক্ষায় বিশেষ উন্নতি হবে, নতুন ডিগ্রি পেতে পারেন। মেষ রাশির জাতকদের বছরের প্রথমার্ধে নতুন বাড়ি, গাড়ি লাভের সম্ভাবনাও প্রবল। মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে, মায়ের শরীর স্বাস্থ্য ভাল থাকবে।
তবে এই বছর মেষ রাশির জাতকদের হঠাত্ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কাজের ক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বাদশ ঘরে কেতুর দৃষ্টি থাকায় কাজের জন্য, ঘুরতে বা তীর্থের জন্য বিদেশভ্রমণের সুযোগও রয়েছে এই বছর।
বছরের দ্বিতীয়র্ধে বৃহস্পতি থাকবে সিংহ রাশির ঘরে। মেষ রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে সন্তান, সৃজনশীল কাজকর্ম, ব্যবসা ও প্রণয়ের জন্য এই সময় খুব ভাল। যাদের এই সময় বিদেশ যাত্রার পরিকল্পনা রয়েছে বা আন্তর্জাতিক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য বছরের এই সময় খুব ভাল। বাবা, শিক্ষক ও গুরুর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। আত্মবিশ্বাস ও উদ্যম বাড়বে। ফলে ব্যক্তিত্বে পরিবর্তন আসবে যা উন্নতির সহায়। শুক্রের প্রভাবে এই সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল হবে।
বছরের শেষার্ধে শনির প্রভাবে আর্থিক চাপ যেতে পারে। এই সময় খরচ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তবে রোগমুক্তি, মামলা জেতার সম্ভবনা রয়েছে। চাইলে এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। কাজের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে কিছু কাজ দীর্ঘায়িত হতে পারে।
বৃষ: ২১ এপ্রিল-২১ মে
বৃষ রাশির জাতকদের জন্য দারুণভাবে শুরু হবে ২০১৫ সাল। তৃতীয় ঘরে বৃহস্পতি থাকার কারণে যোগাযোগ, সাহস বাড়বে। কম দূরত্বে ভ্রমণ হতে পারে, লেখা, ব্যবসা ও মিডিয়া সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই বছর বিশেষভাবে শুভ। যারা কলা, অভিনয় ও সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা এই বছর কোনও বিশেষ প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। সেইসঙ্গেই সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাব থাকায় বিয়ে ও প্রণয়ের ক্ষেত্রেও বৃষ রাশির জন্য ২০১৫ খুবই ভাল বছর।
নবম ঘরে বৃহস্পতির প্রভাবে বাবা, শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভাল হবে। দূরে ভ্রমণ বা তীর্থ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে ভ্রমণের সম্ভাবনাও উজ্জ্বল। সুযোগ হারাবেন না। বৃহস্পতির প্রভাবে একাদশ ঘর সংক্রান্ত বিষয়েও উন্নতি সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে, নতুন যোগাযোগ হতে পারে, বন্ধুর সংখ্যাও বৃদ্ধি পাবে এই বছর।
সপ্তম ঘরে শনি থাকায় বিয়ে বা প্রণয়ের অগ্রগতিতে কিছুটা দেরি হতে পারে। চিন্তা করবেন না। এই সময় আপনার ধৈর্য্য ও শৃঙ্খলা বাড়বে। পঞ্চম ঘরে ভালবাসা ও সৃজনশীলতার স্থানে রাহু থাকায় প্যাশন বাড়বে। তবে এই বছর সম্পর্কে জড়িয়ে পড়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে, সততাও জরুরি। কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় উন্নতি ও মামলা জেতার সম্ভাবনা রয়েছে। তবে এই বছর নিয়মিত শরীরচর্চা ও ডায়েটের দিকে খেয়াল রেখে সুস্থ থাকা জরুরি। নিয়মিত স্বাস্থ্যের যত্ন নিন।
বছরের দ্বিতীয়ার্ধে সিংহের ঘরে প্রবেশ করেছ বৃহস্পতি। ফলে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সময় মায়ের সঙ্গে সম্পর্ক ভাল হবে। নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে জ্যোতিষ, পদার্থবিদ্যা, মহাকাশ ও মনোবিদ্যায় উত্সাহ বাড়তে পারে।
মিথুন: ২১ মে-২১ জুন
মিথুন রাশির জাতকরা তৈরি থাকুন। ২০১৫ সালে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বহু চমক। দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকায় আয় বাড়বে, দূরদৃষ্টি ও বাকপটু হবেন মিথুন রাশির জাতকরা। ভাগ্য সহায় থাকবে। তবে অতিরিক্ত ভোজনে বাড়তে পারে ওজন। কাজের চাপে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। চাপ দূরে রাখতে যোগব্যামের সাহায্য নিতে পারেন।
নিজের সেরাটা দিলে এই বছর যশ ও খ্যাতি লাভের সম্ভাবনা প্রবল। বছরের প্রথমার্ধে সাহস বাড়বে, কাছেপিঠে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে, ভাইবোন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কেও উন্নতি হবে। ভাইবোনের উন্নতিতে আপনার গর্ব বাড়বে। শিল্পকলা, গান ও অভিনয়ের প্রতিও আগ্রহ বাড়বে। ষষ্ঠ ঘরে শনি অবস্থান করায় আপনি পরিশ্রমী হবেন। কাজে শৃঙ্খলা আসবে। নতুন কাজ শেখা, নতুন কর্মচারী নিয়োগ ও প্রতিয়োগিতামূলক কাজের জন্য এই বছর আদর্শ। কিছু বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হবে।
বছরের দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে রাহুর অবস্থানে পাকাপাকি ভাবে বসবাসের জন্য বিদেশে যেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কে একটু দূরত্ব আসতে পারে। ব্যয় বাড়ায় জীবনে চাপ আসতে পারে। নিজের সঙ্গে কিছুটা আধ্যাত্মিক সময় কাটাতে চাইবেন। ঘুমের ব্যাঘাত ঘটলে যোগব্যাম ও ধ্যানের সাহায্য নিলে উপকার পাবেন। স্টক মার্কেট ও অস্থায়ী ব্যবসায়ে বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকুন। জুলাই মাসের পর থেকে সামাজিক জীবন দারুণ কাটবে।
কর্কট: ২১ জুন-২২ জুলাই
ক্যান্সার রাশির জন্য বেশ কিছু ক্ষেত্রে ২০১৫ সাল খুবই ভাল কাটবে। এই বছর নিজের দিকে নজর দিন। আত্মবিশ্বাস বাড়ার ফলে নতুন সুযোগ আসবে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন। এই বছর আপনি স্পটলাইটে থাকবেন। যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের বিয়ে হতে পারে। সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় ব্যবসায় মক্কেল বাড়বে, যোগাযোগ বাড়বে। বিনোদন ও খেলার দিকে এই বছরের প্রথম ভাগে বিনিয়োগ করতে পারেন।
রাহু কন্যা রাশির ঘরে প্রবেশ করায় তৃতীয় ঘরের যোগাযোগ, লেখা, শিল্পকলা, ভ্রমণ, মিডিয়া সংক্রান্ত বিষয়ে সুফল লাভের সম্ভাবনা রয়েছে। ভাইবোনদের প্রতি স্নেহশীল থাকুন। উচ্চাকাঙ্ক্ষা আপনাকে মিডিয়া, প্রকাশনা ও মার্কেটিংয়ে সুবিধা দেবে। বৃশ্চিক রাশির ঘরে শনি থাকায় একাদশ ঘর কিছুটা বাধাপ্রাপ্ত হবে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে বাধা আসবে। লাভ বেশি হবে না। লক্ষ্য পূরণেও দেরি হতে পারে। ধৈর্য্য ধরা প্রয়োজন এই বছর। জুলাই মাসের পর থেকে বৃহস্পতির প্রভারে আর্থিক সমস্যা কাটবে। বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক পড়াশোনায় ভাল সুযোগ আসবে। বাবা, শিক্ষক, গুরুর প্রতি যত্নবান হোন।
সিংহ: ২২ জুলাই-২৩ অগাস্ট
সিংহ রাশির জাতকরা এই বছরে মিশ্র ফল পাবেন। কর্কট রাশির ঘরে বৃহস্পতি প্রবেশ করছে। দ্বাদশ ঘরে বৃবস্পতির কারণে মামলা মোকদ্দমা, ঋণশোধ জাতীয় বিষয়ে সুফল পাবেন। তবে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায়া স্বাস্থ্য ভাল থাকবে।
চতুর্থ ঘরে শনি থাকায় নতুন বাড়ি, গাড়ি কেনায় বাধা আসতে পারে। এইসময় ধৈর্য্য ধরা খুব প্রয়োজন। পরিবারের লোকেদের অদ্ভুত ব্যবহারে মন খারাপ করবেন না। বছরের দ্বিতীয় ভাগে সমস্যার সমাধান হবে। ঝামেলা এড়াতে মাথা ঠান্ডা রাখুন। কাজের প্রতি একনিষ্ঠ থাকুন, পরিশ্রমে সাফল্য আসবে। বছরের দ্বিতীয়ভাগে বৃহস্পতি সিংহ রাশির ঘরে প্রবেশ করায় আত্মবিশ্বাস বাড়বে, কাজের যোগ্য সম্মান পাবেন, নতুন কাজও শুরু করতে পারেন।
রাহু দ্বিতীয় রাশির ঘরে প্রবেশ করায় আয় বাড়বে। বিলাসব্যসনের দিকে আপনার ঝোঁক বাড়বে। পারিবারিক জীবনে কিছু বদল আসবে। শুক্রের প্রভাবে নতুন প্রণয়ের সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। বছরের শেষভাগে বুধের প্রভাব ব্যহত হওয়ায় কিছু নির্বুদ্ধিতার কাজ করবেন। পরিকল্পনা মাফিক কাজ করুন।
কন্যা: ২২ অগাস্ট-২২ সেপ্টেম্বর
একাদশ ঘরে বৃহস্পতির প্রভাবে এইবছর প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। ইচ্ছেপূরণও হবে। সামাজিকতা বাড়বে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় প্রণয়, সন্তান, বিনোদন ও খেলায় আনন্দ, উন্নতির সুযোগ রয়েছে।
পরিবার ও ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। তবে প্রথম ঘরে রাহু প্রবেশ করায় শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বছরের প্রথমার্ধে স্বামী বা স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। শুক্র বিবাহিত জীবনে সাম্য বজায় রাখবে। চুটিয়ে পার্টি করুন। পরিবার ও বন্ধুদের বাড়িতে ডাকুন।
বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগ ও নতুন কিছু শুরু করার ব্যাপারে সাবধান থাকতে হবে। খরচ বাড়ার ফলে মানসিক চাপ বাড়তে পারে। যেকোনও কাজে সাফল্য পেতে আগে থেকে পরিকল্পনা করা ও পরিশ্রম খুবই প্রয়োজন। শান্ত থাকুন। ছোটখাট ব্যাপার নিয়ে মাথা গরম করবেন না। বিশাল বড় কিছু ঘটবে না। ধৈর্য্য ও স্থিরতা দিয়ে অনেক বিষেয় সাফল্য পাবেন।
তুলা: ২৩ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর
তুলা রাশির জাতকরা ২০১৫ সালের শুরু থেকেই কেরিয়ারে উন্নতির প্রচুর সুযোগ পাবেন। পরিচিতিও বাড়বে। আয় বাড়ার ফলে সম্পত্তির কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্কও উন্নত হবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা পদোন্নতি চাইছেন তারা লাভাবান হবেন। মামলা মকদ্দমা, শত্রুদমন ও প্রতিযোগিতা মূলক বিষয়ের ফলাফল আপনার পক্ষে আসবে।
তুলা রাশির জীবনে শনির প্রভাবে কিছু তিক্ত অভিজ্ঞতা হলেও তা ভবিষ্যতে সাহায্য করবে। বছরের দ্বিতীয়ার্ধে রাহু কিছুটা বাধা সৃষ্টি করলেও নিজের মধ্যে নতুন মানুষকে আবিষ্কার করবেন তুলা রাশির জাতকরা। স্বামী-স্ত্রীর প্রতি সংবেদনশীল হোন। রাহু মাঝে মাঝে আপনাকে দ্বন্দ্বে রাখতে পারে। শুক্রের প্রভাবে ভালবাসা ও প্রণয়ের ক্ষেত্রে এই বছরটা শুভ। আত্মবিশ্বাস বাড়বে, সৌন্দর্য্য বাড়বে।
দ্বিতীয়ার্ধে পরিশ্রম করলে ও পজিটিভ থাকলে উন্নতি হবে। অতিরিক্ত ভ্রমণে ক্লান্তি আসতে পারে। দ্বিতীয় ঘরে শনির অবস্থানের ফলে খরচা বেশি হবে। সঞ্চয় করার চেষ্টা করুন। শান্ত থাকুন। তর্কে যাবেন না। মোটের ওপর ২০১৫ বেশ ভাল কাটবে। দায়িত্ব বাড়বে।
বৃশ্চিক: ২৩ অক্টোবর-২২ নভেম্বর
বৃশ্চিক রাশির জন্য ২০১৫ সাল সাফল্যের বছর। বছরের শুরুতেই আসবে সাফল্য। বিভিন্ন ভাবে খুশি ও আনন্দ উপভোগ করবেন জীবনে। শনির প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘোরার সম্ভাবনা প্রবল। পারিবারিক জীবন অসম্ভব ভাল থাকবে। প্রণয় আপনাকে আনন্দ দেবে।
প্রথম ঘরে শনির অবস্থান উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমীদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করবে, শৃঙ্খলা আনবে জীবনে, কর্মদক্ষতা বাড়াবে। তবে বৈবাহিক জীবনে কিছুটা টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। হাসিখুশি থাকার চেষ্টা করুন। যে কোনও আর্থিক সমস্যা এই বছর দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস থেকে বুধের প্রভাবে যোগাযোগ বাড়বে। ব্যক্তিগত সম্পর্ক ভাল হবে। জুলাই মাসে দশম ঘরে বৃহস্পতি প্রবেশ করায় কেরিয়ারে উন্নতি আসবে। যশ বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
বছরের দ্বিতীয় ভাগে স্বপ্নপূরণের সাহস বাড়বে। অর্থাগম ভাল হবে। বিদেশের সঙ্গে যোগাযোগ বাড়বে। ভাইবোনের সাফল্যে গর্ব অনুভব করবেন। অনিদ্রা আপনাকে ভোগাতে পারে। যোগাভ্যাস করলে ভাল থাকবেন। শুক্রের প্রভাবে সৃজনশীতা বাড়বে। এই সময় আপনি আপনি প্রচুর সামাজিকতা করবেন। শিল্পী, অভিনেতা ও বক্তাদের জন্য বছরের এই সময় খুব ভাল কাটবে। তবে অফিসের বস বা বয়জ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন।
ধনু: ২২ নভেম্বর-২২ ডিসেম্বর
অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে এই বছর ধনু রাশির জাতকদের জীবনে অনেক পরিবর্তন আসবে। ব্যাঙ্ক, ঋণ, সঙ্গীর টাকা, জীবনে থিতু হওয়া, বিনিয়োগ ও সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে ভাগ্য আপনার সহায় হবে। জ্যোতিষ, মনোবিদ্যা ও পদার্থবিদ্যার মতো বিষয়ে উত্সাহ বাড়বে। দ্বাদশ ঘরে বৃহস্পতির প্রভাবে আধ্যত্মিকতা, আশ্রমে ভ্রমণ, তীর্থ যাত্রা ও দানধ্যানে বছরভর মতি থাকবে। বিদেশ যাত্রার জন্য তৈরি থাকুন। যারা বিদেশে স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন তারা এই বছর সেই সুযোগও পাবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হঠাত্ কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠিন পরিস্থির সঙ্গে মোকাবিলা করার মানসিক শক্তি আপনি পাবেন।
এই বছর আর্থিক বিষয়ে বাধা-বিপত্তি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। আয় বাড়বে, বড় ঋণ শোধ হবে। স্বাস্থ্য ও খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়েও পরিবর্তন আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। বশ্চিক রাশির ঘরে অর্থাত্ আপনার দ্বাদশ ঘরে শনি থাকায় কিছু বিষয়ে বিলম্ব হতে পারে, দায়িত্ব বাড়বে। আর্থিক সমস্যা দূর হবে। খরচের ব্যাপারে সাবধানী থাকতে হবে। প্রণয়ের সম্পর্কে বাধা আসতে পারে। তবে যা হবে তা ভবিষ্যতে ভালর জন্যই হবে।
বছরের দ্বিতীয় ভাগে বৃহস্পতি সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। ফলে নবম ঘরে বৃহস্পতির কারণে নাটক, পড়াশোনা, দূরে ভ্রমণে সুফল আসবে। বাবা, শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভাল হবে। স্বাস্থ্য অসম্ভব ভাল থাকায় আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই বছর খুব ভাল। এই সময় পজিটিভ দৃষ্টিভঙ্গি বাড়বে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। এইবছর সামগ্রিক ভাবে প্রচুর পরিবর্তন আসবে জীবনে। হঠাত্ করে খরচ বাড়তে পারে। কথাবার্তায় সংযম আনা জরুরি। বছরের দ্বিতীয় ভাগে স্বাস্থ্যে উন্নতি হবে। বিদেশ যাত্রারও যোগ রয়েছে।
মকর: ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি
মকর রাশি পক্ষে এই বছর বিয়ের জন্য খুব ভাল। যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। বৃহস্পতি কর্কট রাশির ঘরে প্রবেশ করছে। ফলে সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাবে প্রেমের সম্পর্কে বিয়েতে পরিণতি পেতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই বছর শুরু করতেই পারেন। প্রথম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় এই বছর ভাগ্য ভাল থাকবে। জ্ঞান বাড়বে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে।
বৃশ্চিক রাশির ঘরে শনি অবস্থান করায় দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে। লাভের মুখ দেখতে কিছুটা দেরি হতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে লাভ আসবে। বড় দিদি, দাদা, বন্ধু ও পরিচিতদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। লক্ষ্য ও ইচ্ছাপূরণে দেরি হলেও সাফল্য আসবে। তবে স্বাস্থ্য খুব ভাল থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। বছরের দ্বিতীয় ভাগে বৃহস্পতি সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। অষ্টম ঘরে বৃহস্পতির প্রভাবে জীবনে হঠাত্ করে কিছু পরিবর্তন আসতে পারে। জ্যোতিষ ও মনোবিদ্যায় উত্সাহ আসতে পারে।
কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
কুম্ভ রাশির মানুষরা এই বছর বিভিন্ন বিষয়ে মিশ্র ফল লাভের আশা রাখুন। বছরের প্রথম ভাগে বৃহস্পতি থাকবে কর্কট রাশির ঘরে। ফলে আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতির প্রভাবে খুব সহজেই শত্রুদমন করতে পারবেন। প্রতিযোগিতামূলক কাজে ভাগ্য আপনার সহায় থাকবে, মামল মোকদ্দমা জেতার সম্ভাবনা রয়েছে। ঋণশোধ হতে পারে, শারীরিক সমস্যা থেকে আরোগ্য লাভার সম্ভাবনা রয়েছে। ওজন বাড়তে পারে তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন। নতুন কাজ শুরু করার জন্য বা কাজে নতুন ব্যক্তি নিয়োগের জন্য এই বছর ভাল।
বৃহস্পতির প্রভাবে কেরিয়ারে নতুন সুযোগ আসবে। কাজের প্রয়োজনে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। যারা তীর্থে যাওয়ার সুযোগ খুঁজছেন তারা এই বছর সেই সুযোগ পেতে পারেন। কিছু দানধ্যানও করতে পারেন এই বছর। বছরের দ্বিতীয় ভাগ ভালবাসা ও প্রণয়ের জন্য খুব ভাল। বিবাহিত জীবন খুব ভাল থাকবে এই সময়। যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তারা এই বছর বিয়ে করতে পারেন। সারা বছর সামাজিক অনুষ্ঠানের জন্য তৈরি থাকুন। পরিশ্রম করার মানসিকতা ও একাগ্রতা বাড়ায় কেরিয়ারে উন্নতি করবেন এই বছর। পড়ুয়ারা এই বছর ডিগ্রি পেতে পারেন। আয় বাড়বে। মোটার ওপর ২০১৫ সালে আপনি জীবন উপভোগ করবেন।
মীন: ১৮ ফেব্রুয়ারি-২০ মার্চ
মীন রাশির জাতকরা এই বছর প্রচুর সমৃদ্ধি লাভ করবেন। পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাবে সৃজনশীলতা বাড়বে। সন্তানের কারণে জীবনে আনন্দ আসবে। যারা সন্তান চাইছেন তারা এই বছর সন্তান লাভ করতে পারেন। যারা বিনোদন, খেলাধুলো বা ব্যবসায় বিনিয়োগের কথা ভাবছেন তারা লাভের আশা করতে পারেন।
অভিনেতা ও শিল্পিরা বছরের প্রথম ভাগে খুব লাভবান হবেন। সৃজনশীলতা বাড়বে। প্রণয়ের সম্পর্কে গভীরতা বাড়বে। সম্পর্ক আপনাকে খুশি রাখবে। আর্থিক ঝুঁকি নেওয়ার ব্যাপারে ভাগ্য আপনার সহায় থাকবে। বেড়াতে যাওয়া ও পার্টি করার জন্য তৈরি থাকুন। নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় বিদেশ ভ্রমণের সৌভাগ্য হবে। যারা পড়াশোনা করছেন বা মার্কেটিং-এর মতো কাজের সঙ্গে যুক্ত তারা লাভবান হবেন। ধর্মপ্রাণ মানুষদের জন্যও এই বছর ভাল। বাবা ও শিক্ষকের সঙ্গে সম্পর্কে গভীরতা আসবে।
বছরের দ্বিতীয় ভাগে আধ্যাত্মিকতা আসতে পারে মনে। শরীর খারাপ থাকার কারণে মানসিক চাপ আসতে পারে। যোগাভ্যাস ও ধ্যান করলে ভাল থাকবেন। খাওয়া দাওয়া ও শরীরচর্চার ওপর নজর দিন। বিবাহিত জীবনে কিছুটা সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে দায়িত্ব ও চাপ বাড়বে। শান্ত থাকুন, ২০১৫ সালে আপনার জীবনে অনেক সুখবর আসবে।
সূত্র: জি নিউজ
রাজ / প্রবাস নিউজ