বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে আজ মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা একটি মামলায় সালামকে গ্রেফতার দেখানো হয়েছে।
২০১৪ সালের ১৬ নভেম্বর এক নারী বাদী হয়ে মামলাটি করেন। ওই নারীর অভিযোগ, তাঁকে জড়িয়ে গত বছরের ৬ নভেম্বর রাতে ইটিভিতে ‘একুশের চোখ’ নামক অনুষ্ঠান প্রচার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন বাদীর ধর্মভাই জহিরুল ইসলাম, সাবেক স্বামী শাহ জালাল, জালালের বোনের স্বামী জাকির হোসেন ও ইটিভির সাংবাদিক মো. ইলিয়াস।
যে অ্যাডাল্ট ভিডিও প্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছেন তা নিচে দেওয়া হলো।
Post by প্রবাস জীবন.