ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগাক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে তারা মারা যান।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এই ৫ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আবদুস সালাম (৫০) মারা যান শুক্রবার রাত সোয়া ৭টার দিকে। তিনি শ্বাসকষ্ট জনিত জটিলতায় ভুগছিলেন।

এ ছাড়া রাত ১১টার দিকে বার্ধক্যজনিত রোগে ঢাকার বাড্ডার জাহাঙ্গীর আলম সরকার (৬৫) এবং রাত পৌনে ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নাটোরের নলডাঙ্গার কফিল উদ্দিন মণ্ডল (৫০)।

এ ছাড়া শনিবার ভোর ৭টার দিকে মারা যান কিশোরগঞ্জের ভৈরব এলাকার খাইরুল কবীর এবং সকাল ৯টার দিকে মারা যান কিশোরগঞ্জের অট্টগ্রাম থানার আব্দুল্লাপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে রিয়াজ উদ্দিন।

এর আগে ইজতেমার প্রস্তুতি কাজে এসে গত মঙ্গলবার রাতে মারা যান কুড়িগ্রামের মিয়ার উদ্দিন।

শুক্রবার থেকে শুরু হওয়া এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

শনিবার প্রথম পর্বে ইজতেমার দ্বিতীয় দিন আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে এই বিয়ের আসর। প্রতিবারের ন্যায় মোহরে ফাতেমিয় রীতি অনুসারে মোহরানা ধার্য্য করা হবে এ গণবিবাহে। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা উহার সমমূল্য অর্থ।

আখেরি মোনাজাতের প্রস্তুতি: ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চেই রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে হবে হেদায়তি বয়ান। আখেরি মোনাজাত ও হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা সাদ।

আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া আখেরি মোনাজাতের আগে-পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানিয়েছেন টঙ্গীর স্টেশনের কর্মকর্তা মো. হালিমুজ্জামান।

গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সো. সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার রাত ২টার পর থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের সুবিধার্থে ৪০টি (ইজতেমার স্টিকার লাগানো) বাস চলাচল করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *