ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল কাদের মিয়ার গাড়িতে বোমা হামলা করেছে অবরোধকারী পিকেটাররা।ফেনীতে ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলা
এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে শহরের উপশম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে শহরে এসকে সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এডিসি (জেনারেল) এনামুল হক জানান, রাত ৯টার দিকে বিজিবির একটি টহল দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের মিয়া আসছিলেন। তাদের গাড়ি এসকে সড়কের জহিরিয়া মসজিদের কাছে পৌঁছালে সেখানে থাকা অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে আব্দুল কাদের মিয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
উপশম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের মিয়ার শরীরে বেশ কয়েকটি স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বলেন, ‘তার চোখের চারদিকেও স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। হামলায় জড়িতদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’