ঢাবির দু’টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চারটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষায় ৩২০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ হাজার ২১৬ জন।

এদিকে, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টের ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষায় ৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬০ জন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

রাজ / প্রবাস নিউজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *