ইজতেমার সঙ্গে অবরোধও চলবে

ঢাকা: বিশ্ব ইজতেমার সঙ্গে অবরোধও চলবে বলে সাফ জানিয়েছেন দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এর সঙ্গে অবরোধও চলছে। তবে বিশ্ব ইজতেমায় আসা যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।

শুক্রবার সকালে রাজধানী বনানীর একটি বাড়িতে কয়েকটি বেসরকারি টেলিভিশন সাংবাদিককে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের অবরোধ কর্মসূচি চলবে।’ সরকার বন্দুকধারীদের মতো দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি চলবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।’

তিনি বলেন, ‘যে সরকারের মন্ত্রী-এমপিরা পবিত্র হজ্জ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে বহাল তবিয়তে থাকে তাদের মুখে ইসলামের কথা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্থ করতে সরকার নানান ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,‘ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার হিড়িক পড়ে গেছে। এই পথ থেকে সরকার সরে না আসলে এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে রাজপথে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *