মনের প্রসাধন!
মো আমির হসেন
সবাইকে দেখেই বলছি,
নিজেকে সাজাতে প্রাণান্তকর চেষ্টা
চামড়াকে করে উজ্জ্বল
ক্যামিক্যালের অাবরণে!
জলের ছোঁয়া পেলে অাঁধারের কালো
স্বপ্নকে ঘিরে ফেলে
বাতি কি জ্বলে বীনা তেলে?
গাছ কি বাঁচে বীনা মূলে?
চামড়ায় না দিয়ে প্রলেপের মরীচিকা
মনটাকে করলে প্রসাধনে ঢাকা
বেঁচে যায় জীবন!
কে অাছে ভবে?
যে মনটার কথা ভাবে,
মনকে সাজায় সুখের প্রসাধনে।
পরার্থে করলে অর্থ ব্যয়,
মনের ভেতর প্রশান্তি জন্ম লয়
নিরন্নকে দিলে অন্ন
সেবা দিলে রোগীর জন্য
স্বর্গসম হৃদয়টা হয়ে যায়
স্রষ্টাকে সৃষ্টি খুঁজে পায়!
এই মিলনটাকে ;
প্রশান্তিকে-
মানবতাকে
মনের প্রসাধন কয়!
তাজা প্রাণের তাজা দেহ
চিরসবুজ রয়
চামড়ায় ক্যামিক্যাল মেখে কোন লাভ না হয়!
সৌন্দর্যরূপ,
মনের প্রসাধনেই অক্ষয়!!!