স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবার এল৪০ সিরিজের নতুন দুটি মডেলের ল্যাপটপ। ইনটেল চতুর্থ প্রজন্মের কোর আই ফাইভ এবং ইনটেল চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসরযুক্ত এই দুটি মডেলের ল্যাপটপে রয়েছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ব্লুটুথ, স্কাল ক্যান্ডি স্পিকার, ওয়াইফাই এবং ওয়েবক্যাম সুবিধা।
তোশিবার ল্যাপটপ বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজনেস সিরিজের এই ল্যাপটপগুলোতে সর্বোচ্চ ৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই ল্যাপটপগুলোতে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
কোর আই ফাইভ প্রসেসরযুক্ত এল ৪০ সিরিজের ল্যাপটপটির দাম ৫৫ হাজার ৩০০ টাকা আর কোর আই থ্রি প্রসেসরের ল্যাপটপটির দাম ৪৪ হাজার ৫০০ টাকা।
রাজ / প্রবাস নিউজ