বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত বগি অপসারণের পর ট্রেন চলাচল শুরু হয় বলে জানান রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম।
বুধবার রাত ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
নাজমুল জানান, বগিগুলো অপসারণের পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছে।
উদয়ন এক্সপ্রেস রাত ১০টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের পথে রওনা হয়। রাত ৩টার দিকে মনু ও টিলাগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় ছয়টি বগি লাইনচ্যুত হয়।