ঢাকা: জনপ্রিয় পপ ব্যান্ড ‘মাইলস’র সদস্য সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করছেন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে শাফিন কার্যালয়ের ভেতরে যান এবং সন্ধ্যা ৭টার কিছু আগে বের হয়ে আসেন। এ সময় তার সঙ্গে আর কেউ ছিল না। কার্যালয় থেকে বের হয়ে শাফিন সাংবাদিকদের বলেন, ‘নেত্রীর অবস্থা ভালো না। কোনো রকমে তিনি আমার সঙ্গে কথা বলেছেন।’
শাফিনের আগে বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলও দেখা করে বেগম জিয়ার সঙ্গে। এই প্রতিনিধি দলটি বের হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই ভেতরে যান শাফিন।
এদিকে গত সোমবার থেকে কার্যালয়ের মূল ফটকে লাগানো তালাটি বৃহস্পতিবার সকালে খুলে দেয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এখানে আগেও কোনো তালা ছিল না। এখনো কোনো তালা নেই।’