ছাত্রদল-ছাত্রলীগে সংঘর্ষ, পুলিশের গুলি

দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা ভাঙচুর চালিয়ে মিছিল করার চেষ্টা করার সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয় অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষ হয়। ঘটনার পরেই ছাত্রলীগ নেতাকর্মীরা পুরাতন বাসস্টেশন এলাকায় ছাত্রদল কর্মীর ১টি মোটরসাইকেল ভাঙচুর করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপি ও ছাত্রদলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা পুরাতন বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ইট-পাটকেল ছুঁড়ে গাড়ি ও মার্কেটে ভাঙচুর চালানো হয়। এসময় ১৫টি লেগুনা, ১টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১টি রিকশাসহ বাটারফ্লাই এলজি ও বাটা সুজের শো রুমের কাচ ভাঙচুর করে নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা ফের সংঘবদ্ধ হয়ে নগরীর আরপিন নগর এলাকায় মিছিল দেয়ার চেষ্টা করে।

খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

তবে সংঘর্ষ শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় ছাত্রদল কর্মীর ১টি মোটরসাইকেল ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড টিয়ারশেল ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *