বিয়ের কথা স্বীকার করলেন ইমরান খান

এক লাখ রুপি দেনমোহরে গোপনে বিয়ে করেছেন ইমরান খান। এ নিয়ে বেশ কিছুদিন মিডিয়ায় শোরগোলের পর নিজেই স্বীকার করেছেন বিয়ের কথা। গতকাল পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা অনলাইন ডন-এ প্রকাশিত হয়েছে বর-বধূর বিয়ের অনুষ্ঠানের ছবি। তাতে দেখা যায়, ইমরান খান বিয়ের অনুষ্ঠানে পরেছিলেন স্বর্ণালি শেরওয়ানি। তার স্ত্রী রেহাম খান পরেছিলেন পাকিস্তানি কোর্তা। তাতে ছিল কয়েকটি রঙের সমন্বয়। একটি ছবিতে তাদেরকে দেখা যায় মোনাজাত করছেন দুজনে।

আরেকটি ছবি বিয়ের আগে অথবা পরে তোলা একটি কক্ষে কার্পেটের ওপরে দাঁড়ানো তারা। উল্লেখ্য, ইমরান খানের বয়স এখন ৬২ বছর। তিনি গাঁটছড়া বেঁধেছেন নিজের থেকে ২০ বছরের ছোট সংবাদ উপস্থাপিকা ও টিভি সাংবাদিক রেহাম খানের সঙ্গে। পাকিস্তানের বনি গালায় ইমরানের নিজ বাড়িতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে একে একে যোগ দেন ইমরান খানের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুজনরা। বিয়ে পড়ান মুফতি সাঈদ। এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বিয়ে পড়ানোর পর মুফতি সাঈদ সাংবাদিকদের জানান, ইমরান তাকে তার হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনুরোধ করেছেন। এক লাখ রুপি দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে বৃটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল ইমরান খান ইতিমধ্যে গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছেন। এ নিয়ে পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

ইমরান খান বৃটেন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে চড়ার আগে সাংবাদিকদের বলেছিলেন দেশে ফিরেই সুসংবাদটা শোনাবেন। আর ইসলামাবাদ ফিরে সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিয়ে কোন অপরাধ নয়। তবে দুই পুত্র সন্তানের সঙ্গে কথা বলার পরই দেশবাসীকে জানাবেন বলে তিনি মন্তব্য করেন। গতকালের বিবাহ অনুষ্ঠানের আগে তাদের মধ্যে বিয়ে হয়েছিল কি না সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মুফতি সাঈদ। ইমরান খানের দ্বিতীয় বিয়েতে শুভ কামনা জানিয়েছেন পাকিস্তান জামাতে ইসলামি প্রধান সিরাজুল হক। পিটিআই কেন্দ্রীয় তথ্য সচিব বৃহস্পতিবারই ইঙ্গিত দিয়েছিলেন ইমরানের বিয়েটা তেমনটা ঘটা করে নয় বরং ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হবে। বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল, শওকত খানম ক্যানসার মেমোরিয়াল হাসপাতালের জন্য তহবিল গঠন করতে উপলক্ষ হিসেবে ব্যবহার করা হবে বিয়ের অনুষ্ঠানকে।

পিটিআইয়ের শিরিন মাজারি ডনকে বলেন, আমি যতটুকু জানি এটা একান্ত ব্যক্তিগত একটি অনুষ্ঠান। এতে কোন আড়ম্বরপূর্ণ আয়োজন বা টিকিটের ব্যবস্থা নেই। তিনি আরও বলেন, পেশাওয়ার ট্র্যাজেডির পর ইমরান খান উদযাপনের কোন মানসিকতায় নেই। এটা উদযাপনের কোন সময় নয়। এদিকে সিনিয়র পিটিআই নেতা এবং ইমরান খানের ঘনিষ্ঠ জাহাঙ্গীর তারিন বৃহস্পতিবার ডনকে জানান, তিনি বা দলের কোন নেতাকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নি। একেবারেই ব্যক্তিগত পারিবারিক পরিসরে বিয়ের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ইমরান ও রেহামের বিয়ে পরবর্তী কোন বৌভাত অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে মাদরাসাগুলোয় খাবার বিতরণ করা হবে।

ইমরান খান এর আগে বিয়ে করেছিলেন বৃটিশ সাংবাদিক ও ধনকুবকন্যা জেমিমা গোল্ডস্মিথকে। নয় বছর সংসার করার পর ২০০৪ সালে আপসে বিচ্ছিন্ন হন তারা। সাবেক স্বামীর ২য় বিয়ের প্রাক্কালে জেমিমা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ঠিকই। মঙ্গলবার এক টুইটার বার্তায় ইমরান খানকে তার জীবনের নতুন এ অধ্যায়ে অভিনন্দন জানিয়েছেন। ইমরান খানের নববধূ রেহাম খান তার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করেন বিবিসিতে। সেখানে আবহাওয়া সংবাদ উপস্থাপন করতেন তিনি। ২০১৩ সালে যোগ দেন পাকিস্তানের চ্যানেল নিউজ ওয়ানে। বর্তমানে রেহাম কর্মরত আছেন ডন নিউজে।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *