চিনতে পারিনি!!
মো আমির হসেন
ভালোবাসি তাই
বিশ্বাসটাকে গচ্ছিত রেখেছিলাম ;
বিশ্বাস মানে অামার অাত্মাটা দিয়েছিলাম তোমায়!
ফিরে তাকাও সুদূরে প্রিয়-
তোমার অাদেশে চলতো অামার শ্বাস-প্রশ্বাস
তুমি চশমারূপে ছিলে অামার নয়নে
সরে গেলে তুমি অামি পথ হাতড়ে বেড়াতাম!
ভুল হতো অামার পলে পলে
তুমি এলে কাছে হাসি ফুটতো ঠোঁটে।
তোমার হাত ধরে অামি পাড় হতাম পথ
ক্লান্তি ছিলনা দেহে
সুখগুলো সুখের গাছ হয়ে সুখের ফল দিত
জোড়মানিক ছিলাম অাত্মার শিকলে!
তারপর,
তুমি লোভাতুর হলে!
পুড়িয়ে ফেললে অামার বিশ্বাস
অবিশ্বাসের রথে চড়ে গেলে অারেক ঘরে
মরে গেল অামার অাত্মা
তোমার লোভের অাগুনে!
অামি একটা কবরে শোয়া লাশ-
পাঁচ বাই সাত ফুটের খাটের গোরস্থানে
শ্বাস-প্রশ্বাস নেই
অালো অামায় ছেড়েছে
অাঁধার বুকে ধরেছে গভীর রাতের গভীরে।
অশ্রুধারায় স্মৃিতরা ভেসে যায় ভোরে
নিজেকে লুকাই ছলা-কলার অাড়ালে
জীবন্মৃত ঘড়ির কাঁটার হিসেব করি
তোমাকে চিনতে পারিনি কী করে?