যুক্তরাষ্ট্রে কনজুমার ইলেকট্রনিক শো উপলক্ষে ১৪ ন্যানোমিটার প্রযুক্তির পঞ্চম প্রজন্মের কোর প্রসেসর উন্মুক্ত করেছে ইনটেল। পঞ্চম প্রজন্মের ইনটেল কোর প্রযুক্তির মধ্যে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য রয়েছে ১৪টি নতুন প্রসেসর, যার মধ্যে ১০টি ইনটেল এইচডি গ্রাফিকস-সমৃদ্ধ ১৫ ওয়াট প্রসেসর ও ৪টি ইনটেল আইরিশ গ্রাফিকস-সমৃদ্ধ ২৮ ওয়াট প্রসেসর।
ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের এই কোর প্রসেসরগুলো পরবর্তী প্রজন্মের হালকা-পাতলা পণ্যে ব্যবহার করা হবে। প্রচলিত নোটবুকের পাশাপাশি টু-ইন-ওয়ান, আলট্রাবুক, ক্রোমবুক, অল-ইন-ওয়ান পিসি ও মিনি পিসিতেও এই কোর প্রসেসর ব্যবহার করা যাবে।
ইনটেল দাবি করেছে, পঞ্চম প্রজন্মের এই কোর প্রসেসরগুলোতে (ইউ সিরিজ) ১৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা আগের প্রজন্মের প্রসেসরের চেয়ে বেশি কর্মদক্ষতা দেখাতে সক্ষম। আগের প্রজন্মের প্রসেসরের চেয়ে ২৪ শতাংশ উন্নত গ্রাফিকস, ৫০ শতাংশ ভিডিও কনভারশন এবং দেড় ঘণ্টা ব্যাটারি লাইফ বাড়াতে সক্ষম হবে।
ইনটেল আরও জানিয়েছে, ট্যাবলেট কম্পিউটারের জন্য এরই মধ্যে ১৪ ন্যানোমিটার প্রযুক্তির পরবর্তী প্রজন্মের প্রসেসর সরবরাহ করার কাজ শুরু করেছে তারা। এই প্রসেসরের নাম তারা দিয়েছে—চেরি ট্রেইল। সিস্টেম অন আ চিপ (এসওসি) হিসেবে এই প্রসেসর ৬৪ বিট কম্পিউটিং সেবা দেয়, যা ট্যাবলেটে গ্রাফিকস ও ব্যাটারি লাইফ বাড়াতে সক্ষম।
পঞ্চম প্রজন্মের কোর প্রসেসর পরিবারের মধ্যে রয়েছে ইনটেল কোর আই৩, কোর আই৫, কোর আই৫ভিপ্রো, কোর আই৭ ও কোর আই৭ভিপ্রো। ১৪ ন্যানোমিটার প্রযুক্তির নতুন ইনটেল পেন্টিয়াম ও ইনটেল সেলেরন প্রসেসরও আনছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
বোতামের মতো প্রসেসর
৬ জানুয়ারি লাস ভেগাসে সিইএসে কী নোট উপস্থাপন করেন ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেজনিক। তিনি বলেন, এখন পরিধেয় পণ্য হিসেবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এ ক্ষেত্রে বাজার ধরতে বোতামসদৃশ একটি চিপ তৈরি করেছে ইনটেল।
ক্রেজনিক কলেন, ‘আমরা এখন দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক দুনিয়ার যাচ্ছি। কম্পিউটার এখন তাই তারহীন। সবকিছুই এখন স্মার্ট ও সংযোগের আওতায় এসে যাচ্ছে। এ উপলক্ষে ইনটেল কুরি মডিউল উন্মুক্ত করছে আমাদের প্রতিষ্ঠান।’
ইনটেল কুরি মডিউল হচ্ছে বোতামের সমান একটি প্রসেসর, যা পরিধেয় প্রযুক্তিপণ্য যেমন—পোশাক, স্মার্টগ্লাস, স্মার্টওয়াচ প্রভৃতি পণ্যে ব্যবহার করা যাবে।