বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণেচ্ছুক মুসল্লিদের সুবিধার জন্য জনসভার তারিখ পিছিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা করার কথা ছিল ক্ষমতাসীন দলের। এর পরিবর্তে এটি ১২ তারিখে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবেন অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক জালাম উদ্দিন জনসভা পেছানোর সত্যতা নিশ্চিত করেছেন। পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়।
এ লক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মহানগর আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রাজ / প্রবাস নিউজ