ঢাকাঃ ছবিতে সাদা পোশাক পরা ব্যাক্তি টি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা তুহিন। বিরোধীদল দমনে পুলিশের ফায়ারিং রেঞ্জে সরকারের তত্ত্বাবধানে, সরকারি অস্র ও বুলেট ব্যাবহার করে ছাত্রলীগকে প্রশিক্ষন দিয়ে পুলিশের ও র্যাবের পোশাক পরিয়ে মাঠে নামতে সহায়ত করছেন বলে দাবি করেছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি আরও দাবি করেছেন, পুলিশ র্যাব ও ডিবির একটি বড় অংশ বিরোধীদল দমনে সহায়তা না করতে অপারগতা প্রকাশ করলে এই কর্মসূচী নেয় কিছু অসাধু পুলিশ ও র্যাব সহ আওয়ামী কর্মকর্তারা।
তিনি আর জানিয়েছেন, পুলিশ র্যাবের পোশাক পরে কেউ আসলে বা ডিবির জ্যাকেট পরে আসলেই সে সরকারী কর্মকর্তা নহে। এই ব্যাপারে সকল কে সজাগ থেকে সর্বাত্মক মোকাবেলা করার আহবান জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আর তথ্য দিয়ে সহায়তা করবেন বলে আমাদের এই রিপোর্টার কে জানিয়েছেন।
বিস্তারিত আরও আসছে…