সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়নে গোপন মিশন!

ঢাকাঃ  ছবিতে সাদা পোশাক পরা ব্যাক্তি টি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা তুহিন। বিরোধীদল দমনে পুলিশের ফায়ারিং রেঞ্জে সরকারের তত্ত্বাবধানে, সরকারি অস্র ও বুলেট ব্যাবহার করে ছাত্রলীগকে প্রশিক্ষন দিয়ে পুলিশের ও র‍্যাবের পোশাক পরিয়ে মাঠে নামতে সহায়ত করছেন বলে দাবি করেছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি আরও দাবি করেছেন, পুলিশ র‍্যাব ও ডিবির একটি বড় অংশ বিরোধীদল দমনে সহায়তা না করতে অপারগতা প্রকাশ করলে এই কর্মসূচী নেয় কিছু অসাধু পুলিশ ও র‍্যাব সহ আওয়ামী কর্মকর্তারা। 10525942_389491217885944_4322559408680675608_n
তিনি আর জানিয়েছেন, পুলিশ র‍্যাবের পোশাক পরে কেউ আসলে বা ডিবির জ্যাকেট পরে আসলেই সে সরকারী কর্মকর্তা নহে। এই ব্যাপারে সকল কে সজাগ থেকে সর্বাত্মক মোকাবেলা করার আহবান জানিয়েছেন।10525909_389491307885935_5519523751276377416_n
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আর তথ্য দিয়ে সহায়তা করবেন বলে আমাদের এই রিপোর্টার কে জানিয়েছেন।

10931334_389491251219274_7182124522570403053_n

বিস্তারিত আরও আসছে…

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *