৪৭ বছর বয়সী ভারতীয় এক ধর্মযাজক জোসে পালিমাত্তম তার মোবাইলে শিশু পর্নোগ্রাফির ছবি রাখায় তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ। সেসব ছবি এক অপ্রাপ্তবয়স্ক শিশুকে দেখানো ও তার কাছে বিতরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ১৪ বছর বয়সী এক কিশোরকে তার মোবাইলে থাকা প্রায় ৪০টি শিশু পর্নোগ্রাফির ছবি মুছতে সাহায্যের অনুরোধ করেছিলেন তিনি।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। জোসেকে পাম বিচ কাউন্টির একটি কারাগারে আটক রাখা হয়েছে। জামিনের জন্য ১০,০০০ ডলার পরিশোধ করতে হবে তাকে। ভারতের ফ্রান্সিসকান প্রভিন্স অব সেইন্ট থমাস গির্জার ধর্মযাজক তিনি। যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে ওয়েস্ট পাম বিচের হোলি নেইম ক্যাথোলিক গির্জায় ২ বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেন তিনি। ভারতে গির্জায় দায়িত্ব পালনকালে এক কিশোরকে শিশু পর্নোগ্রাফির ছবি দেয়ায় কঠোরভাবে তিরস্কৃত হয়েছিলেন তিনি। তবে সে ঘটনা পুলিশকে জানানো হয়নি।
এ কথা তিনি হোলি নেইম গির্জা কর্তৃপক্ষকে জানান। হোলি নেইম ক্যাথোলিক গির্জায় দায়িত্ব পালনের জন্য শর্ত বেঁধে দেয়া হয় তাকে। প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তির উপস্থিতি ছাড়া অল্পবয়সী ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না জোসে। এর মধ্যে ওই ধর্মযাজকের অতীত রেকর্ড ঘেঁটে দেখা হয়। ভারতেও চলে অনুসন্ধান। গত রোববার গির্জার অধিবেশন শেষে ১৪ বছর বয়সী এক কিশোরকে নিজের মোবাইল ফোনে পর্নোগ্রাফির ছবি দেখানোর অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার হন জোসে।
আতিক/প্রবাস