বাংলাদেশে রাজনৈতিক কারণে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য সরকারের নির্দেশে বিরোধী মতাদর্শীদের নির্যাতন ও হয়রানি করে মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘একশন গ্রুপ টু সাপোর্ট পলিটিক্যাল ভিক্টিমস ইন বাংলাদেশ’। বুধবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ডেপুটি চিফ কো-অর্ডিনেটর ব্যারিষ্টার তমিজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যারিষ্টার আলিমুল হক লিটন। লিখিত বক্তব্যে বলা হয়, ৫ই জানুয়ারির নির্বাচন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও এই অবৈধ সরকারের কার্যক্রম নিয়ে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে। আরও ব্যাপক মাত্রায় তথ্য উপাত্ত দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারের মুখোশ আন্তর্জাতিক মন্ডলে তুলে ধরতে চাই। তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে মামলা করে এ সরকারের কর্তব্যক্তিদের হুকুমের আসামি করা হবে।
ফলে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার ইকবাল হোসেন, ব্যারিষ্টার আল মামুন, শেখ মহিউদ্দিন, এডভোকেট আবুল হাসনাত, সলিসিটর নাসের আহমেদ অপু, এডভোকেট নাসরিন আক্তার, এডভোকেট আজহারুল হক, এডভোকেট আনোয়ার হোসেন, সলিসিটর কুমকুম বেগম প্রমুখ।
আতিক/প্রবাস