ঢাকা: ঘটনা ক্রমেই জটিল আকার ধারণ করছে বার্সেলোনায়। সুখের সংসার যে একেবারে ভেঙ্গে তছনছ হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। মেসির সঙ্গে কোচ লুইস এনরিকের বিবাদ প্রকাশ্যে চলে আসার কারণে আরও বেশি বিপাকে পড়ে গেছে ক্লাব কর্তৃপক্ষ।
এরই মধ্যে ক্লাবকে আল্টিমেটাম দিয়েছেন কোচ লুইস এনরিকে। বলেছে, ‘মেসির সঙ্গে খুব বেশিদিন এক সঙ্গে কাজ করার কোন সুযোগ নেই। হয় আমাকে থাকতে হবে বার্সায়, নয়তো মেসি থাকবে। সে ক্ষেত্রে কাউকে না কাউকে বার্সা ছাড়তে হবে। এখন ক্লাব কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিক তারা কী করবে।’
কোচ লুই এনরিকের এমন কড়া আল্টিমেটামের পর সন্দেহাতীতভাবেই নড়েচড়ে বসেছে কাতালান ক্লাব কর্তৃপক্ষ। এমনিতেই সামনে ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন। এই মুহুর্তে এতবড় একটা ঝামেলা এসে সামনে উপস্থিত হলো যে তা সামলাতেই বেশ হিমশিম খেতে হচ্ছে বার্সা ক্লাব কর্তৃপক্ষকে।
কোচের এই বক্তব্য অবশ্য আগের। তার এই বক্তব্যের আগেই পরিস্থিতি ঘোলাটে করে দিয়ে বরখাস্ত করা হয়েছে স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতাকে। সঙ্গে চাকরি খুইয়েছেন ক্লাব লিজেন্ড কার্লোস পুয়োল।
এরই মুহুর্তে আবার জরুরী মিটিং আহ্বান করা হয় ক্লাবের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০১৬ সালের ক্লাব মিটিং এগিয়ে আনা হবে এই বছর মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই।
তবে, হঠাৎ করেই সংবাদ সম্মেলন করে যখন ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু ঘোষণা দিলেন, মেসির সঙ্গে কথা হয়েছে। তিনি বার্সাতেই খুশি এবং তাকে বিক্রির কোন সম্ভাবনা নেই’- তখন লুই এনরিকের চাকরির বিষয়টি অবশ্যই প্রশ্নের মুখে পড়ে গেল। তবে, বার্তেম্যু এটাও জানিয়েছেন, মৌসুম চলার মাঝপথেই তারা এ নিয়ে কোন চিন্তা-ভাবনা করছেন না।