শিক্ষিকাকে লাঞ্ছিত করলেন আ.লীগ নেতা, ক্লাস বর্জন

নোয়াখালী: ভর্তি পরীক্ষায় অকৃতকার্যদের বিদ্যালয়ে ভর্তি না করায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এক শিক্ষিকাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।

৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদী বাজারে অবস্থিত মাইজদী বালিকা বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিতে গিয়েও আওয়ামী লীগ নেতাদের বাধার মুখে ফিরে আসেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বিদ্যালয় পরিচালনা কমিটি, কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করে বলেন, ২৯ডিসেম্বর সোমবার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ৩৮৪জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ১৮৮জন ছাত্রী উত্তীর্ণ হয়। পরবর্তীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলাকালে মঙ্গলবার দুপুরে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ১৫জন ছাত্রীর একটি তালিকা নিয়ে নোয়াখালী পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান অপু ও আওয়ামী লীগ নেতা জহির হোসেনসহ কয়েকজন প্রভাবশালী বিদ্যালয়ে আসে।

পরে ভর্তি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাছিনা বেগম ওই ১৫জন ছাত্রীকে ভর্তি করাতে অস্বীকৃতি জানালে আওয়ামী লীগ নেতারা তাকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেন।

এসময় উপস্থিত বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষিকারা তাদের শান্ত হতে বললে তারা তাদেরও অশ্লিল ভাষায় গালাগাল করেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে বিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *