ঢাকা: অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী, ফকিরাপুল ও পুরান ঢাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর মধ্যে মহাখালী ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে। অন্যদিকে ফকিরাপুলে ইউনিক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় ৭টা ২৫ মিনিটের দিকে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে ‘ভিক্টোরিয়া পরিবহন’র একটি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, মহাখালী ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফকিরাপুলে গাড়িতে আগুন দেয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
জানা গেছে, ফকিরাপুলে ইউনিক পরিবহনের যাত্রী টানার বাসে আগুন দেয়া হয় ৭টা ২৫ মিনিটের দিকে। তবে আগুনে বাসের তেমন ক্ষতি হয়নি। পরিবহনটির অফিসের সামনেই বাসটি দাঁড়ানো ছিল।
ফরিদা ইয়াসমিন জানান, রাজধানীর পুরান ঢাকায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে ‘ভিক্টোরিয়া পরিবহন’র একটি বাসে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।