একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বি চৌধুরী এ আহ্বান জানান।
বি চৌধুরী বলেন, ‘আমি সরকারকে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণের একমাত্র পথ সব বিরোধী দলের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসা।
দেশের স্বার্থে সরকারকে সব অহমিকা ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বিবৃতিতে বলেন, ‘এই সংলাপ যত দ্রুত হবে ততই দেশ এবং সরকার ও বিরোধী দলের জন্য মঙ্গলজনক। সঙ্কট নিরসনে সংলাপ জরুরী বলে তিনি মন্তব্য করেন।
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, মির্জা ফখরুলকে অনেকবার বন্দী করা হয়েছে। বন্দী করার পর তাকে রিমান্ডে নেওয়া অযৌক্তিক।