খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট। অবরুদ্ধ অবস্থায় পুলিশ বাহিনীর নিক্ষিপ্ত পিপার স্প্রে’র বিষক্রিয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রেসিডেন্ট শ্রীযুক্ত অমিত শাহ্। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেশনেত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মারুফ কামাল খান বলেন,গতকাল বুধবার রাত সাড়ে দশটায় টেলিফোন করে বিজেপি প্রধান খোঁজখবর নেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপার্সন এই সৌজন্য দেখবার জন্য ভারতের ক্ষমতাসীন দল, বিজিপির শীর্ষনেতাকে ধন্যবাদ জানান।এছাড়া দেশ-বিদেশের আরো অনেক টেলিফোনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
আতিক/প্রবাস