সন্ধ্যা থেকে রাজধানীতে ৫টির ও বেশী গাড়ি জ্বালিয়েছে দুর্বৃত্তরা

ঢাকা: বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন সন্ধ্যা থেকে ৫টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন জ্বালায় তারা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়েও ‍আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।

এরমধ্যে রয়েছে, রাজধানীর বায়তুল মোকাররম সমজিদের উত্তর গেটের সামনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি স্টাফ বাসে দুর্বৃত্তদের আগুন।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ওই বাসে (ঢাকা মেট্রো-জ-৪৭৮১) আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই গাড়ির ড্রাইভার সিরাজ বলেন, বাসটি যানজটে আটকা পড়ে ছিল। হঠাৎ করে বেশ কয়েকজন যুবক বাসে ঢিল মারতে শুরু করে। এরপর তারা বাসে আগুন লাগিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের সদর ইউনিটের পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পোস্তগোলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

দ্বিতীয়টি, রাজধানীর মধ্য বাড্ডায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ওই পিকাপে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের সদর ইউনিটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বারিধরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

তৃতীয়টি, রাজধানীর আজিমপুর মোড়ে সেফটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিন সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা যায় ও ‍আগুন নিয়ন্ত্রণে আনে।

চতুর্থটি, রাজধানীর সদরঘাট মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গেটের সামনে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ওই বাসে (ঢাকা মেট্রো-জ-১১-২৩৮৪) আগুন ধরিয়ে দেয়। বাসটি সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিল।

পঞ্চমটি, রাজধানীর মিরপুর-১১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি মিরপুর থেকে ‍আবদুল্লাহপুরে যাতায়াত করতো।

আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার কট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কদমতলী রায়েরবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় মো. আরিফ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি দুই পায়ের উরু থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *