নোয়াখালী: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রুবেল (২৫) ও মহিন উদ্দিন (৩০) নামে যুবদলের দুই কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে উপজেলা যুবদল।
বুধবার (০৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে চৌমোহনী বাজারের রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুদ্দিন স্বপন দাবি করেন, যুবদল কর্মী রুবেল ও মহিন সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত হন। তাদের মধ্যে সন্ধ্যায় নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল এবং চৌমোহনী পূর্ববাজারে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিন।
তবে, পুলিশের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা যায়নি।
নোয়াখালী সদর হাসপাতালের আরএমও ফরিদ উদ্দিন জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে তিনি কোন দলের কর্মী কি না তা তিনি জানেন না।
লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক ডা. আবু তাহের জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজন ভর্তি হয়। পরে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে চৌমোহনী পূর্ব বাজার থেকে বিএনপির ৪/৫ হাজার নেতাকর্মী একত্রিত হয়ে মিছিল বের করে। মিছিলটি রেলস্টেশন এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়।
পুলিশ সংখ্যায় কম থাকায় তাদের ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় বাজারের ৩০/৩৫টি দোকানে ভাঙচুর, তিনটি মোটরসাইকেল ও দু’টি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় তারা। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ।
এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ রয়েছে বলে জানা গেছে।
নোয়াখালী পুলিশ সুপার ইলয়াছ শরীফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, শর্টগান ও টিয়ারশেল ছোড়া হয়েছে। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।