নোয়াখালী জেলা শহরের পৌর কল্যাণ স্কুলের সামনে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা সড়কে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও একটি রিকশা ভাঙচুর করে। এ সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে শটগান থেকে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে এক পথচারীসহ ৫ জন আহত হয়। আহতদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ ও শহর বিএনপির সাধারন সম্পাদক আবু নাছের জানান, পুলিশ তাদের চার কর্মীকে গুলিবিদ্ধ করেছে।
সুধারম থানার ওসি আনোয়ার হোসেন জানান, অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হয়েছে বলে জানা নেই তার। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।