সিডনিতে চলমান চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে। আজ দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫৭২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে বিশাল এ স্কোর গড়ে তুলতে সক্ষম হয় দলটি। চা বিরতির কিছু সময় পরই অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৭১ রান তুলতে সক্ষম হয়। ওপেনার মুরালি বিজয় তিন বলে কোনো রান না করেই অাউট হয়ে যান। দিন শেষে ৪০ রান করে রোহিত শর্মা ও ৩১ রান করে লুকেশ রাহুল ক্রিজে ছিলেন। খবর বিবিসি ও ইন্ডিয়া টুডে’র
গতকালের প্রথম দিনে ২ উইকেটে ৩৪৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। গতকালের ৮২ রান নিয়ে খেলতে নেমে আজ সেঞ্চুরি করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত তিনি ১১৭ রান করে আউট হন। শেন ওয়াটসন গতকালের ৬১ রানের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করেই আউট হন। রায়ান হ্যারিস ও ব্রাড হাদিন ছাড়া অস্ট্রেলিয়ার সাত ব্যাটসম্যানের পাঁচজনই অর্ধশতক করেন। শন মার্স করেন ৭৩ রান। আর জো বার্নস ৫৮ রান করেন। তারা দু’জনেই মোহাম্মদ সামির বলে আউট হন।
এদিকে, ভারতের হয়ে অস্ট্রেলিয়ার সাতটি উইকেটের পাঁচটিই নিয়েছেন মোহাম্মদ সামি। উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন। অপরদিকে ভারতের প্রথম ইনিংসের একমাত্র উইকেটটি নিয়েছেন মিশেল জনসনের জায়গায় খেলতে নামা পেসার মিশেল স্টার্ক।
উল্লেখ্য, দেশ দুটির মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে তাদের মধ্যকার তৃতীয় টেস্টটি ড্র হয়। তাই সিডনি টেস্টটি সফরকারী ভারতের জন্য মর্যাদা রক্ষার লড়াই।