বিশ্ববাজারে অশোধিত জ্বালানি তেলের দাম কমছে। দাম কমে বুধবার প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫০ ডলারে। যা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
উৎপাদক দেশগুলোর অব্যাহত উৎপাদনের ফলে বিশ্ব বাজারে সরবরাহ বেড়ে যাওয়াকে দাম কমার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তারা বলছেন, গত জুন মাসে বিশ্ব বাজারে তেলের দাম ছিল প্রতি ব্যারেল ১১০ ডলার। এ ধরনের অব্যাহত পতনে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।
বুধবার দিনের শুরুতে ব্যারেলপ্রতি তেলের দাম ছিল ৪৯ দশমিক ৯২ ডলার। অবশ্য দিনের পরবর্তী সময়ে দাম কিছুটা বেড়ে ৫০ ডলারের সামান্য ওপরে ওঠে।
বিশ্লেষকরা মনে করছেন, দাম পতনের এ ধারা আগামী কয়েক দিনে অব্যাহত থাকতে পারে। কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চিত অবস্থা এবং ওপেকের মতো তেল উৎপাদকদের সংগঠনগুলো উৎপাদন কমাতে রাজি না হওয়াকে দায়ি করেছেন তারা।
সূত্র: দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।