ইতালি বিএনপির বিক্ষোভ সমাবেশ

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেছে ইতালি বিএনপি। বিএনপি কেন্দ্রীয়ভাবে দিনটিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়।

এ উপলক্ষে ইতালি বিএনপি রোম জেলা প্রশাসক অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে জাতিসংঘের ইতালি অফিসে স্মারকলিপি দেয়া হয়েছে।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সভাপতি লকিয়ত উল্লাহ। পরিচালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। বক্তব্য রাখেন- জিয়াউল হক জিয়া, শরীফ উদ্দিন ভুইয়া বাবু, আবুল কালাম, জাতীয়তাবাদী সাবেক ছাত্র ঐক্য ফোরামের আহ্বাবায়ক আব্দুল মান্নান হীরা, নুরুল আফসার, আনিমুর রহমান সালাম, ঢালী নাসির উদ্দিন।

বক্তারা শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, পাঁচ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *