লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে রাজপথে নেমে আসার আহ্বান জানালেও সাড়া দেননি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রামের মেয়র মনজুর আলম।
ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা কিংবা চট্টগ্রামে ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচি পালন করা হলেও কোথাও নেই চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর আলম।
গত কয়েক দিন ধরে নগর বিএনপির নেতাকর্মীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিয়ে ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচি পালনের সময় পার করলেও সেই খেয়ালে নেই বিএনপির এই নেতা। এমনকি টানটান উত্তেজনা নিয়ে শর্ত সাপেক্ষে বিএনপি ৫ জানুয়ারি উপলক্ষে সমাবেশ করলেও সেখানে উপস্থিতি নেই মনজুরের। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে গেলেও সিটি করপোরেশনের কয়েকটি খাল পরিদর্শন ও পাকিস্তান থেকে আগত আল্লামা তাহের শাহ’র সঙ্গে দেখা করেই সময় পার করছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের এমন কাণ্ডে চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
সিটি করপোরেশনের ময়লা অপসারণ পরিদর্শন করছেন মেয়র
সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের যান্ত্রিক ও সিভিল বিভাগের যৌথ ব্যবস্থাপনায় নগরীর মির্জা খাল, বামুন শাহী খাল, ত্রিপুরা খাল ও নয়া মির্জা খালের মাটি ও আবর্জনা উত্তোলন কাজ সরেজমিন পরিদর্শনে যান মেয়র মনজুর আলম। এসময় তার সঙ্গে ছিলেন, কাউন্সিলর মাহবুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আবু ছালেহ, মো. কামরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী সুদেব বসাকসহ সংশ্লিষ্টরা।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ‘গণতন্ত্র হত্যা দিবস’র কর্মসূচি পালন করতে গিয়ে উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনামসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আটক হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মেয়র মনজুর আলমের বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে মোবাইল সংযোগ বিছিন্ন করে দেন।
এর আগেও গত চার বছর ধরে বিএনপির সমর্থন নিয়ে মেয়র হওয়া মনজুর আন্দোলন নিয়ে নানা নেতিবাচক কথা রয়েছে। তিনি কোনো সময়েই সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে না থাকায় নেতাকর্মীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্প্রতি তার সাবেক ‘গুরু’ সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর নামে সিটি করপোরেশনের একটি সড়কের নামকরণের ঘোষণা, সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিরোধপূর্ণ জায়গায় ছাত্রলীগ-যুবলীগের সহায়তা নিয়ে মহিউদ্দিনের সঙ্গে একাধিক বৈঠক করা নিয়ে বিএনপিতে নানা কানাঘুষা চলছে।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মনজুর আলমের বড় ভাইয়ের ছেলে দিদারুল আলম বতর্মানে সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগ দলীয় এমপি।