ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ। দলের ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেফতার হয়েছেন। লাগাতার অবরোধ ঘোষণা করা হয়েছে। তাই আন্দোলনের হাল ধরছেন এবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে সারাদেশে ৪৯ হাজার ৫৬৮ জন নেতার সঙ্গে কথা বলবেন তারেক জিয়া। সহসাই তিনি ভিডিও কনফারেন্স করবেন। তাদেরকে আন্দোলনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিবেন। তারা যাতে তার নির্দেশ মতো সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। ওই নেতাদের উদ্দেশ্যে তিনি বক্তৃতাও তৈরি করছেন।
তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, ৪৯ হাজার ৫৬৮ জন নেতার মধ্যে রয়েছেন দেশের ২০টি জেলার নেতা। রয়েছেন বিশ জেলার সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নেতা। এরমধ্যে পদবী বিবেচনায় রয়েছেন সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পদক ও দপ্তর সম্পাদক পর্যায়ের নেতা। বিএনপির মূল দল ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনেরও নেতারাও রয়েছেন। ইতোমধ্যে ওই সব নেতাদের তালিকাও আপডেট করা হয়েছে। ওই সব নেতাদের বাইরেও রয়েছেন আরো বিভিন্ন স্তরের কিছু নেতা। যারা তার ভীষণ কাছের ও ঘনিষ্ট। তিনি সিনিয়র নেতাদের চেয়েও ওই সব নেতাদের উপর বেশি ভরসা রাখছেন। কারণ সিনিয়র নেতাদের বেশিরভাগই এখন মাঠে নেই। তাদের অনেকেই গা বাঁচিয়ে চলার চেষ্টা করছেন। এটা তিনি ও চেয়ারপারসন মেনে নিতে পারছেন না।
এই ব্যাপারে তার ঘনিষ্ট সূত্র জানায়, এই সব নেতাদের অনেকের সঙ্গেই তারেক রহমানের সখ্যতা গড়ে উঠে ২০০০-২০০১ সালে। যখন তিনি সারা দেশ সফর করেন ও নেটওয়ার্ক গড়ে তোলেন। নির্বাচনের জন্য কাজ করেন। ওই সময়ে তিনি নেতাদের সঙ্গে মত বিনিময় করতেন। ওই সভায় তিনি প্রথমে পাঁচ মিনিটের বক্তৃতা করতেন। এরপর বক্ততৃা করার সুযোগ দিতেন মাঠের নেতাদের। তারেক রহমান সেখানে প্রথম সাড়িতে বসতেন না। নেতাদের প্রথম সাড়িতে বসাতেন। নিজে বসতেন কখনো মাঝখানে কখনো পেছনে। নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠে। ওই সব নেতাদের প্রতি বছরই ঈদের শুভেচ্ছা পাঠান তিনি। এছাড়াও তাদের অনেক নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছেন। তারেক রহমান এখন তাদের সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে চান। তিনি মনে করছেন ওই বিশটি জেলায় দুর্বার আন্দোলন গড়ে তোলা সম্ভব হলে অন্যান্য জেলাতেও আন্দোলন আপনাআপনি ছড়িয়ে যাবে ও সফল হবে। এছাড়াও তিনি ঢাকারও বেশ কয়েকজন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের সঙ্গে কথা বলছেন। তবে ওই তালিকায় সিনিয়র নেতাদের সংখ্যা কম।
তারেক রহমানের ওই সূত্র জানায়, এবার আর তিনি ২০১৩ সালের মতো আন্দোলনে সফলতা না আসার বিষয়টি মেনে নিবেন না। যে কোন মূল্যেই এবার আন্দোলন সফল করতে চান। ২০১৩ সালের আন্দোলনে ও ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আন্দোলনে তারেক রহমান সরাসরি সম্পৃক্ত থেকে দিক নির্দেশনা দেননি। তিনি তার মা ও সিনিয়র নেতাদের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু তাতে করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার তিনি দূরে থাকলেও মনে করছেন আর বসে থাকার সময় নেই। এই সময়ে তাকে আরো বেশি সক্রিয় হতে হবে। তার মায়ের পাশে থাকতে হবে। সিনিয়র নেতাদের যারা সরকারি দলের কাছ থেকে সুবিধা নিচ্ছেন ও ঘনিষ্ট যোগাযোগ রাখছেন তাদের দায়িত্ব দিবেন না। তবে তাদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিবেন না। দল থেকেও এখন বহিস্কার করবেন না। বহিস্কার করা হলে দলের ক্ষতি হবে এই আশঙ্কায় তাদেরকে রেখে ও গুরুত্ব না দিয়ে তিনি তার ঘনিষ্ট ও তার মায়ের ঘনিষ্ট ও বিশ্বস্ত, সৎ নেতাদের নিয়ে আন্দোলন সফল করার পরিকল্পনা করেছেন। আপাতত তারা আন্দোলন কর্মসূচি দিয়েই মাঠে থাকবেন। আস্তে আস্তে সরকারের উপর চাপ তৈরি করবেন। এরপর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুবেন।
তারেক রহমানের ওই ঘনিষ্ট সূত্র আরো জানায়, তিনি কোন ধরনের সহিংস রাজনীতি করতে চাইছেন না। অহিংস রাজনীতির মাধ্যমে বিএনপিকে সফল করতে চান। তার লক্ষ একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠুু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। দেশে আন্দোলন গড়ে তোলা ছাড়াও আন্তর্জাতিক মহলের সহযোগিতাও আরো বাড়ানোর চেষ্টা করছেন। যাতে করে তারা সরকারের উপর নির্বাচনের জন্য আরো চাপ তৈরি করেন।
কত দিনের মধ্যে আন্দোলন সফল হতে পারে এমন কোন পরিকল্পনা তারা করছেন কিনা জানতে চাইলে বলেন, দিনক্ষণ ঠিক করা নেই। যে কোন দিনই এই আন্দোলন সফল হয়ে যাবে। কেবল জনগণ মাঠে নামলেই তা দ্রুত হবে। সরকার এখন বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছেন। এই কারণে তাকে আটকে রেখেছেন। আটকে আন্দোলন প্রতিহত করা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জনগণকে সব ভয় পেছনে ফেলে মাঠে নামানোর প্রচেষ্টায়ও সফল হবেন। আমাদের সময়