রাজধানীতে একের পর এক বাস-কারে আগুন

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (০৬ জানুয়ারি) দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি পুড়িয়ে আতঙ্ক ছড়িয়েছে দলের কর্মীরা। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা ৬টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গুলিস্তান, মহাখালী, দিলকুশা ও বংশালে অন্তত চারটি বাস ও একটি প্রাইভেট কার পোড়ানোর খবর এসেছে।

পীরজঙ্গী মাজার থেকে বনানী পর্যন্ত রুটের একটি বড় ৬ নম্বর গাড়ি অবরোধকারী সহিংস কর্মীদের কবলে পড়ে গুলিস্তান পয়েন্টে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জ‍ানান, জাতীয় হকি স্টেডিয়াম সংলগ্ন গুলিস্তান বাস স্টপেজে ছয় নম্বর (ঢাকা মেট্রো-ব-১৪-১৫৪৬) বাসটি যাত্রীর অপেক্ষায় ছিল।

এ সময় কয়েকজন আকস্মিকভাবে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। এতে আসনসহ বাসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

প্রায় একই সময়ে মহাখালী ফ্লাইওভারের নিচে জলখাবার রেস্টুরেন্টের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার তেঁজগাও স্টেশনের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা।

মিরপুর-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-২৩৩৭) আগুন দেওয়ার পর হুড়োহুড়ি করতে গিয়ে গাড়িচালক ও দুই যাত্রী আহতও হয়েছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে দিলকুশা এলাকায় রাজউক কার্যালয়ের বিপরীত দিকে বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের পাশিই প্রাইভেট কারও পুড়িয়ে দেয় সহিংস ‍অবরোধকারীরা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, দুবৃত্তরা গাড়ি দুটিতে আগুন জ্বালিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দুপুরে রাজধানীর বংশাল থানার তাঁতীবাজার মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থল থেকে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বংশাল থানার ওসি মো. আব্দুল কুদ্দুস।

এছ‍াড়া সকালে ঢাকার অদূরে আশুলিয়াসহ আশপাশের এলাকাতেও যানবাহনে অগ্নি সংযোগ করেছে অবরোধকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *