ঢাকা: বাংলাদেশের ধনকুবের ও স্টাইল আইকন প্রিন্স ড. মুসা বিন শমসেরকে নিয়ে আবারও ডকুফিল্ম নির্মাণের আগ্রহ দেখিয়েছে জাপানের জনপ্রিয় ফুজি টেলিভিশন। এ উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান বিগ ফেসের ৬ সদস্যের প্রতিনিধি ৭ জানুয়ারি বাংলাদেশে আসছেন।
জাপানি প্রতিনিধি দলে থাকবেন নির্মাতা ইশোইকা ও তাকাতুশি, প্রোগ্রাম রিপোর্টার আইয়ো কাজোকি, চিত্রগ্রাহক তাকোয়া ও সম্পাদক শিকি কিউ। জাপান দূতাবাস সূত্র জানিয়েছে, বাংলাদেশে অবস্থানকালে ফুজি টেলিভিশন প্রতিনিধি দল ড. মুসার গুলশান বাসভবন, বনানী অফিসসহ তার গ্রামের বাড়ি ফরিদপুর সফর করে তথ্য সংগ্রহ করবে।
উল্লেখ্য, ২০১৩ সালে ফুজি টিভি নির্মিত বিশ্বের ১০০ ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ে নির্মিত ডকুমেন্টারিতেও প্রিন্স মুসার লাইফ স্টাইল নিয়ে নির্মিত অংশটি বিশ্বব্যাপী প্রশংসা পায়। বাংলাদেশে জন্ম নেয়া আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী রহস্যমানব প্রিন্স মুসার রাজকীয় জীবন-যাপন নিয়ে ২০০৮ সালে প্রচ্ছদ করেছিলো লন্ডনের সানডে টেলিগ্রাফ পত্রিকা।