দোয়া চেয়েছেন ‘অসুস্থ’ খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানান।

মারুফ কামাল বলেন, ‘গতকাল নেত্রী গুলশানের কার্যালয়ে গাড়ি থেকে নামার সময় পুলিশ যে পিপার স্প্রে করে এতে তিনি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েছেন। তার চোখ দিয়ে পানি ঝরছে, গতকাল থেকে দুইবার বমি করেছেন। এছাড়া কাঁশি ও শ্বাসকষ্টতে ভোগছেন তিনি।’

তিনি আরো বলেন, ‘শ্বাসকষ্ট হওয়ায় কিছুক্ষণ পর পর তাকে অক্সিজেন দেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেলে পূর্ব ঘোষিত ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশে যোগ দেয়ার জন্য গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু পুলিশের বাধায় কার্যালয় থেকে বের হতে পারেননি।

এসময় তালাবদ্ধ মূল ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ খালেদার পাশে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে পিপার স্প্রে করে। তার বিষক্রিয়ায় ওই সময়ই অসুস্থ হয়ে পড়েন গাড়িতে থাকা খালেদা। গাড়ি থেকে নেমে তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়ে দ্রুত কার্যালয়ে ঢুকে পড়েন। পরে ঢাকা মেডিকেলের ডাক্তারদের একটি বিশেজ্ঞ টিম এবং তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন।

এছাড়া সেখানে অবস্থানরত মহিলা নেতাকর্মী ও অফিস স্টাফরাও পিপার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। বাদ যান না উপস্থিত সাংবাদিকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *