ঢাবি : সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থন এবং ছাত্রলীগ কর্তৃক ঢাবি ছাত্রদল নেতার হাত-পা ভেঙে দেয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে তারা।
ঢাবি শাখা ছাত্রদল নেতা মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গণতন্ত্র হত্যা দিবসে নেত্রীর ডাকে সারাদেশে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) সামনে থেকে ছাত্রদলের ২০/২ নেতাকর্মী একটি মিছিল নিয়ে বের হয়। মিছিলটি শিশুপার্ক পর্যন্ত গিয়ে শেষ হয়। এসময় মিছিলে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদল নেতারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
মিছিলে ছাত্রদল নেতা আসাদ, করিম সরকার, আজিজ, মাইনুল ইসলাম, বাশার সিদ্দিকী, আকতার হোসেন, রনি, মামুনুর রশিদ, রাকিব, রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে অবরোধের সমর্থনে মিছিল করার সময় ছাত্রলীগ নেতাদের হামলার শিকার হন ঢাবি ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ছাত্রলীগের নেতারা মেরে তার হাত-পা ভেঙে দেয়।