৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির ডাকা সমাবেশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তা দিচ্ছে পুলিশ। পুরো ক্যাম্পাস এলাকাজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে ছাত্রদল বা ছাত্রশিবির বা অন্য কেউ ক্যাম্পাসে কিছু করলেই তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
তিনি বলেন, ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আমাদের নেতা-কর্মীদের জমায়েত রয়েছে। তারা পাহারা দিচ্ছে। যেহেতু রাজধানীতে ১৪৪ ধারা জারি করা আছে সেহেতু কেউ যাতে কোথাও কিছু করতে না পারে সে ব্যাপারে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। যে কেউ মিছিল মিটিং বা অন্য কোনো কারণে জমায়েত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তা ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিহত করবে।’
শাহবাগ থানার ইন্সপেক্টর হাবিল হোসেন বলেন, ‘ক্যাম্পাস এলাকাজুড়ে আমাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পলাশী মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, দোয়েল চত্বর, শাহবাগ মোড়, টিএসসি, উদয়ন স্কুল, চানখাঁরপুল এলাকাসহ সকল গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।’